রপ্তানিবাজার সম্প্রসারণে ভিয়েতনামে যাচ্ছে ডিসিসিআই’র প্রতিনিধিদল

নিউজ ডেস্ক : শনিবার (৩ আগস্ট) ডিসিসিআই জানিয়েছে, ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিবাজার সম্প্রসারণ, ভিয়েতনামের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আশিয়ানভুক্ত অন্য দেশগুলোতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন হবে এই সফরে।

সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি ভিয়েতনামের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়াও ভিয়েতনাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টার, চেম্বার অব কমার্স ফ্রান্স-ভিয়েতনাম, ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নেবে ডিসিসিআই’র প্রতিনিধিদলটি। পাশাপশি ভিয়েতনামের থাই বিন প্রদেশ এবং হো-চি-মিন সিটিতে বিজনেস ম্যাচমেকিং সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা। ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলটি ভিয়েতনামের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং হো-চি-মিন সিটিতে অবস্থিত সমুদ্রবন্দরও সফর করবে।

২০২২-২৩ অর্থবছরে ভিয়েতনামের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ১.১০বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১.০১ বিলিয়ন ও ৯৬.২২ মিলিয়ন মার্কিন ডলার। আয়িশানভুক্ত অন্যান্য দেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সম্ভাব্যতা যাচাই ও দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এ সফরের অন্যতম উদ্দেশ্য।

ডিসিসিআই’র সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে এ বাণিজ্য প্রতিনিধিদলে আছেন আর্থিক খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, স্বাস্থ্যসেবা, কেমিক্যাল, সিরামিক, তথ্য-প্রযুক্তি, লজিস্টিকসহ উৎপাদনমুখী ও আমদানি-রপ্তানি খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা। আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটি দেশে ফিরবে।

পূর্ববর্তী নিবন্ধঅসহযোগ আন্দোলন: ঢাকার সড়কে চলছে শুধু রিকশা-সিএনজি
পরবর্তী নিবন্ধসারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ