সহিংসতায় ডাক-টেলিযোগাযোগ খাতের ক্ষতি ১৮ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতের ক্ষতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমকালীন বিষয়ে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান।

বেসরকারি খাতের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধকোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে এসব হত্যাকাণ্ড চালিয়েছে: প্রধানমন্ত্রী