আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের আগস্টে জার্মানির মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পদক্ষেপ সহজ হবে।
আগস্টে দেশটির মূল্যস্ফীতি কমে ২ দশমিক শূন্য শতাংশ হয়েছে, যা ২০২১ সালের জুনের পর সর্বনিম্ন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে জ্বালানির দাম।
চলতি বছরের জুলাইতে জার্মানির ভোক্তামূল্য বার্ষিকভিত্তিতে বাড়ে ২ দশমিক ৬ শতাংশ।
তাছাড়া আগস্টে জার্মানির কোর মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়। যা আগের মাসে ছিল ২ দশমিক ৯ শতাংশ।
চলতি বছরের আগস্টে জার্মানিতে জ্বালানির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমেছে।
যদিও টানা পঞ্চমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। এক বছর আগের একই সময়ের তুলনায় খাদ্যের দাম আগস্টে বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
সূত্র: রয়টার্স