থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত থাউল্যান্ডের অনারারি কনসাল পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীকে সর্Ÿোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য তিনি থাইল্যান্ডের মকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন। রাজধানীর থাই দূতাবাসে অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে থাই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপন্থিত ছিলেন। বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ূন মাহমুদ চেীধুরী দীর্ঘ ১৮ বছর যাবত থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। তাঁর এই অবদানে স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। থাই সরকার ১৮৬৯ সাল থেকে এই সম্মাননা চালু করেছিলো।

পূর্ববর্তী নিবন্ধআশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পরবর্তী নিবন্ধগাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের দুই সেনা নিহত