নিউজ ডেস্ক:
রহিমা ফুডের শেয়ার সংখ্যা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ডিএসইর ম্যানেজার মো. রকিবুল ইসলাম ও সিডিবিএলের এজিএম কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিএসইসির আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
,, সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্টারে রক্ষিত তথ্যের সঙ্গে দাখিল করা তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।
,,কোম্পানির মোট ইস্যু করা শেয়ারের সঙ্গে আরটি-১৪ ও শেয়ার রেজিস্ট্রারের তথ্য যাচাই-বাছাই এবং কোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসিতে দাখিল করা প্রতিবেদন এবং সিডিবিএলের প্রকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।
,, কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও অ্যাকাউন্টের হিসাব যাচাই-বাছাই।
,, পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি/স্পন্সর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণ করা শেয়ারের বর্তমান অবস্থা।
,,বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মতামত।
,, কোম্পানির কর্তৃক অতিরিক্ত/জাল/ভুয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ।
,,অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।