নিউজ ডেস্ক :
ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে ঢাকা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি।
মঙ্গলবার ভোর থেকে রাজধানীর উত্তরা, খিলখেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাতও।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছিল। এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
রাজধানীতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।