সন্ধানী লাইফের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগণ কোম্পানির সাফল্যের জন্য প্রশংসা করেন।

সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমন্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, এডিএমডি ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এসভিপি ও সিএফও (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন

এছাড়াও কোম্পানির স্ট্রাটুটরি অডিটরস আজিজ হালিম খায়ের চৌধুরী, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স অডিটর মোল্লা কাদের ইউসুফ এন্ড কোং এবং ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার- জেসমিন এন্ড এসোসিয়েটস ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত নগদ ১২% লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

পূর্ববর্তী নিবন্ধজিলেট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল
পরবর্তী নিবন্ধজিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস