নিউজ ডেস্ক :
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কারসহ পাবনার ঈশ্বরদী এলাকা হতে গ্রেফতার করে র্যাব-১২।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরিফ তমালকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে এক বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও এক টি প্রাইভেট উদ্ধার করা হয়েছে।