নিউজ ডেস্ক :
বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু শূন্যস্থান পূরণ হয়েছে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা।
আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে বলে জানান তিনি।
দেশে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল ও রাইস ব্রাইন আরও আমদানি করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।