কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা দেখবো : অর্থ উপদেষ্টা


নিউজ ডেস্ক:

কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা

তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।


উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।

আমেরিকায় আপনার কী ঝামেলা হয়েছিল সেটা মানুষ জানতে চায়, এমন প্রশ্নে তিনি বলেন, আমি সেটা বলবো না।

টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমি পরে বলবো।

পূর্ববর্তী নিবন্ধগেইন ট্যাক্স স্থগিত চেয়ে অর্থ উপদেষ্টাকে ডিবিএর চিঠি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র থেকে আসবে দুই কার্গো এলএনজি, ব্যয় ১৩৫৫ কোটি টাকা