দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৩৫ কোটি, প্রধান সূচক হারাল ২২ পয়েন্ট

নিউজ ডেস্ক :
সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৩৫ কোটি টাকা।

সোমবার (২১ অক্টোবর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৫ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ দশমিক ২২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৩৮ দশমিক ৫০ পয়েন্টে ও ১ হাজার ১৫২ দশমিক ৪৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ দশমিক ৫২ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫১৪ দশমিক ৬০ পয়েন্টে ও ৮ হাজার ৮৩০ দশমিক ৬৮ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৪০ দশমিক ৪২ পয়েন্টে ও ১ হাজার ১১২ দশমিক ৩৯ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৬৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৯৩ দশমিক ৩৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ১০২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

পূর্ববর্তী নিবন্ধআপিলের অনুমতি পেলেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম