আধ ঘন্টায় লেনদেন ৪৭ কোটি টাকা, সূচক পতনে

নিউজ ডেস্ক :
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৭ অক্টোবর) শুরুর প্রথম ৩০মিনিটে, অর্থাৎ সকাল ১০টা ৩০মিনিটে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার বিক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৩১ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে। সূচকের পতন গতি পরে আরও বাড়ে। লেনদেনের শুরুর প্রথম ৩০মিনিটে সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৪৮ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩৭ দশমিক ২৯ পয়েন্টে।

আলোচিত সময় ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৩ দশমিক ৬৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৯ দশমিক ৩২ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারদর।

আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে চার কোটি ৯ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের দুই কোটি ৮৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের দুই কোটি ৮৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের এক কোটি ৯০ লাখ টাকা, সোনালী আঁশের এক কোটি ৬৫ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা, ইবনে সিনার এক কোটি ৪২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের এক কোটি ৪১ লাখ টাকা, আরডি ফুডের এক কোটি ২৪ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের এক কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানের ঋণ-আমানতের সুদহার হবে বাজারভিত্তিক
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক