চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে আউটসোর্সিং কর্মিরা

নিউজ ডেস্ক :

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সারাদেশের কর্মিরা।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে শাহবাগে আসতে থাকেন তারা। সকাল ১০টার পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সারাদেশ থেকে আউটসোর্সিং কর্মিরা রাজধানী ঢাকায় আসেন।

সভাপতি মাহবুবুর রহমান আনিস জানান, সারাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৮ লাখেরও বেশি কর্মী রয়েছে। এর মধ্যে অন্তত পক্ষে ১ লাখের বেশি কর্মী আজ উপস্থিত হচ্ছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ৮ লাখ কর্মির একটাই দাবি, চাকরি জাতীয়করণ।

সকাল থেকে ব্যানার-ফেসটুন-পোস্টার নিয়ে মিছিল সহকারে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে আসতে থাকেন আউটসোর্সিং কর্মিরা।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ
পরবর্তী নিবন্ধডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার কোটি টাকা