প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ: সারদায় ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি

নিউজ ডেস্ক :
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনামুল হক বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিলো। এটি শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

পূর্ববর্তী নিবন্ধবকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধচাঁদপুরে ইলিশের অভয়াশ্রম এলাকায় মৎস্য উপদেষ্টা