সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ

নিউজ ডেস্ক :

শ্রমিক অসন্তোষের কারণে আর্থিক সংকটে পড়া ৩৯টি পোশাক কারখানার সহায়তায় বাংলাদেশ ব্যাংকের কাছে সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটি বলেছে, এসব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের জন্য এ ঋণ প্রয়োজন।

গত ৬ অক্টোবর অর্থ উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এ অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ওই চিঠির সঙ্গে সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি ক্ষতিগ্রস্ত কারখানার একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়।

ওই চিঠিতে পরিস্থিতি খতিয়ে দেখে এসব কারখানাকে প্রয়োজনীয় ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানো হয়।

এই ৩৯টি কারখানায় কর্মরত প্রায় ৫৬ হাজার শ্রমিকের বেতন সময়মতো পরিশোধে ৫৪ কোটি টাকা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছে বিজিএমইএ।

এ শিল্পে আরও সম্ভাব্য সংকট এড়াতে এবং হাজার হাজার শ্রমিকের জীবিকা রক্ষায় আর্থিক সহায়তার প্রয়োজনের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৬.৭৮ শতাংশ