টানা ৬ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর দেশের তৃতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে গত সপ্তাহের ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

ভোমর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

পূর্ববর্তী নিবন্ধই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় কেন্দ্রীয় ব্যাংকের
পরবর্তী নিবন্ধএইচএসসি ও সমমানে পাসের হার ৭৭.৭৮ শতাংশ