ব্যান্ডউইথের মূল্য পরিশোধ সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক


নিউজ ডেস্ক:
ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে এখন ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে।

বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। ব্যাংকের মাধ্যমে মূল্য বিদেশে পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে কিছু নির্দেশনা পরিপালন করতে হবে। প্রথমত ব্যান্ডউইথ সেবা দেয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স থাকতে হবে। বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি দিতে হবে।

এ ছাড়া বিটিআরসি এবং প্রয়োজনীয় অন্য অথরিটির অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস, অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। সব ধরনের তথ্য যাচাই করে ব্যাংক অর্থ পাঠাবে।

তবে সবার এ সংক্রান্ত ফাইল ব্যাংকে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোনো ডকুমেন্ট যাচাই করতে চাইলে তাদের দেখাতে হবে। অর্থ পাঠানোর ক্ষেত্রে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা পরিপালন নিশ্চিত করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে অপর আরেক নির্দেশনায় বিদেশি আমদানিকারক এবং বিদেশি কন্টাক্টরদের অনুকূলে পারফরমেন্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যু করার জন্য ব্যাকগুলোকে সাধারণ অনুমোদন প্রদান করা হয়েছে। এতে করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো স্থানীয় রফতানিকারক এবং সাব-কন্টাক্টদের পক্ষে এ সব কাজ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধসাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধইডিএফ ফান্ডে যুক্ত হচ্ছে আরও ১ বিলিয়ন ডলার