ডিএসইর বাজার মূলধনে যোগ হলো আরও ৬৪৭৭ কোটি টাকা

নিউজ ডেস্ক :
চলতি সপ্তাহে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৪৭৭ কোটি টাকা।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৯৭ শতাংশ বা ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১১৬.৯৩ পয়েন্ট বা ২.২৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৯.৪৯ পয়েন্ট বা ২.০৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪৩.০১ পয়েন্ট বা ৩.৭৬ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৯৪৫ কোটি ৮০ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৮৯ কোটি ১৬ লাখ টাকা বা ৪৫.৪০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৬৫ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৪টি কোম্পানির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই, সিএসসিএক্স ও সিএসআই সূচক যথাক্রমে ২.৮৩ শতাংশ, ২.৮৮ শতাংশ ও ৩.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৫১.৬০ পয়েন্টে, ৯০৩২.৭৬ পয়েন্টে ও ৯৫৪.৬৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩৪.৫৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ১.৮৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২২৪০.৯৭ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৯ কোটি ৩৯ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।

পূর্ববর্তী নিবন্ধ১০০ কোটি ডলার সংগ্রহে ‘অরেঞ্জ বন্ড’ চালু করছে সরকার
পরবর্তী নিবন্ধহিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু