নিউজ ডেস্ক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে মঙ্গলবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪২ দশমিক ৬৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২০ দশমিক ১৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৭ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৪২ দশমিক ৯০ পয়েন্ট ও ১ হাজার ১৫৩ দশমিক ৯৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৬ কোটি ৪৭ লাখ টাকা।
এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ দশমিক ৯০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬৯১ দশমিক ০৫ পয়েন্টে ও ৮ হাজার ৯৪৬ দশমিক ৬৬ পয়েন্টে।
আর সিএসআই সূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৬ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৮ দশমিক ২৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১১৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১২২ দশমিক ৫৪ পয়েন্টে ও ১২ হাজার ১৭৭ দশমিক ৫৮ পয়েন্টে।
তবে সিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা।
সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।