শেয়ারবাজারে একদিনে লেনদেন কমেছে ২৩ শতাংশ

নিউজ ডেস্ক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ১৮৩ শেয়ারের দরপতন হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেন কমেছে ২৩ শতাংশের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বুধবার (২০ নভেম্বর) ডিএসইতে ৩৯৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ গত কালের তুলনায় আজ লেনদেন ১২১ কোটি ৭৮ লাখ বা ২৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৬০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির, বিপরীতে ১৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা বানাবে শিক্ষা ব্যবস্থায় এমন সংস্কার দরকার: ড. ইউনূস