নিউজ ডেস্ক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৩টির শেয়ারদর কমেছে। সেই সঙ্গে টাকার অংকে চলতি মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি নভেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬টি কোম্পানির, বিপরীতে ২৬৩ কোম্পানির দর কমেছে। আর ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।