একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

নিউজ ডেস্ক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে রোববার (৩ নভেম্বর) দুই বিভাগকে এক করার অনুশাসন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুই বিভাগ করার প্রায় আট বছর পর আবার এক হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা’ বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন দিয়েছেন। এমতাবস্থায় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটিকে একত্রীকরণের বিষয়ে পরবর্তী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি এবং সুরক্ষা সেবা বিভাগের অধীনে চারটি সংস্থা রয়েছে। একীভূত হলে মন্ত্রণালয়ের নাম হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন এ মন্ত্রণালয়ের অধীন চলে আসবে ১০টি সংস্থা।

এখন জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে- পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

এছাড়া বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগের অধীনে।

এর আগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়। তখন রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছিলেন।

কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সচিব মো. আবদুল মোমেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি : আদানি গ্রুপ
পরবর্তী নিবন্ধলেবানন থেকে দেশে ফিরেছেন ৭০ বাংলাদে‌শি