ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলো ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিনটি ক্যাটাগরিতে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ পেয়েছে। কার্ডে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ডস্-ডেবিট’, ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস’ ও ‘এক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট’ এ পুরস্কার অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউএস অ্যাম্বেসি ঢাকা অফিসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডাইরেক্টর রাফেজা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে ডলারের দাম আরও বাড়লো
পরবর্তী নিবন্ধসোনার দাম আরও কমল, এবার ভরিতে ১৬৮০ টাকা