১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে সরকার: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক :
অন্তর্বর্তী সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে বলে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণের শক্তিকে কাজে লাগাতে হবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে যুব মেলায় তিনি এসব কথা জানান।

সাত দিনব্যাপী যুব মেলার উদ্বোধন ঘোষণা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ১ কোটি ৮০ লাখ বেকারদের সহযোগিতা করবে সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণের শক্তিকে কাজে লাগাতে হবে।

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা ঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে।

তিনি আরও জানান, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীরা। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধকয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের