পঞ্চগড় প্রতিনিধি:
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুরোদমে জেঁকে বসেছে শীত। ২ দিন থেকে দিনের বেলায় কুয়াশায় আচ্ছন্ন চারপাশের প্রকৃতি। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গিয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সারাদিন হালকা কুয়াশা মোড়ানো প্রকৃতি। সূর্যের রোদ ছড়ালেও ছিল না উষ্ণতা। বিকেল পর্যন্ত বইছিল উত্তরের হিমেল হাওয়া। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত। এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলার সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শসহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
শীত বাড়ার সাথে সাথে বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন পরিবারের সদস্যরা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুরনো কাপড়ের দোকানে বেশ ভিড় বেড়েছে। এছাড়াও শীত নিবারনের জন্য বেশ কিছু এলাকায় পুরনো কাপড়, কাগজ ও গাছের ডালপালা পুড়িয়ে আগুন পোহাতে দেখা যায় নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে।
২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিন তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় তেঁতুলিয়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করেছে। তবে এই সময়ের মধ্যে বেশির ভাগ দিনই কুয়াশা না থাকায় সকাল সকাল উঠেছিল ঝলমলে রোদ। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরের এই জনপদে বাড়তে থাকে শীত। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে কুয়াশার দাপট। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা।
আজ সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘন কুয়াশা ঝরছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েক দিনের তুলানায় আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হচ্ছে।