বিদায়ী সপ্তাহে লেনদেন বাড়লেও আরও পুঁজি হারালো বিনিয়োগকারীরা

নিউজ ডেস্ক :
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন বা বাজার মূলধন আরও কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ১০ শতাংশ বা ৬৫১ কোটি ৪২ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর দুই সূচক কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৩ পয়েন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে প্রধান সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ২২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৯২ পয়েন্ট বা ০ দশমিক ২৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।

চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তা: পরিকল্পনা উপদেষ্টা