ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৮১৬টি শেয়ার ৪৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৩ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনাটা লিমিটেডের ৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ও তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাগরিকদের স্বপ্নপূরণে কাজ করছে রিহ্যাব : সভাপতি
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু