ব্লকে ৪ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯ লাখ ৫৭ হাজার ৪০৫টি শেয়ার ২৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২২ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৮২ লাখ ৯৪ হাজার ২৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৬৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ বন্দরে ভিড়েছে
পরবর্তী নিবন্ধএলজিইডিকে ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক