সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে সপ্তাহে (২২ ডিসেম্বর-২৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা অর্থাৎ ১৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১৬ দশমিক ৪৩ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর। এছাড়া ১০ দশমিক ৬৮ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফার কেমিক্যাল, এসকে ট্রিমস, প্রভাতী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিলস।

পূর্ববর্তী নিবন্ধবাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
পরবর্তী নিবন্ধটেস্টি ট্রিটে ভোক্তা অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ