সূচকের বড় পতন, কমেছে লেনদেনেও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন।

বুধবার (১১ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইতে বুধবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৮৯ দশমিক ৪২ পয়েন্ট ও ১ হাজার ১৪২ দশমিক ১০ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ০৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকা।

এ ছাড়া বুধবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৩ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৬৪ দশমিক ৪৪ পয়েন্টে ও ৮ হাজার ৭৪২ দশমিক ৯৯ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩০ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৬১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৮৯ দশমিক ২১ পয়েন্টে ও ১১ হাজার ৮৪৩ দশমিক ৮৬ পয়েন্টে।

সিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ কোটি ১৮ লাখ টাকা।

সিএসইতে ১৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবাজারে সব জিনিসের দাম কমানো সম্ভব না: অর্থ উপদেষ্টা