চালু হলো রুটে বিআরটি প্রকল্প

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় শুরু হলো শিববাড়ি-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল। একইসঙ্গে গাজীপুর-ঢাকা রেল রুটে দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সকাল সাড়ে ছয়টায় জয়দেবপুর রেল জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, গাজীপুর থেকে যে সকল যাত্রী ঢাকায় গিয়ে অফিস করে থাকেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে দুই জোড়া কম্পিউটার ট্রেন চালু করা হয়েছে। আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী, নরসিংদী-ঢাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে এই দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। যারা ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এ সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা কমেছে
পরবর্তী নিবন্ধমহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী