অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী, ২০২৫) রাতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এ ছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ, মো. নোমান মিয়া ও সালামুন নেছা উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সেক্রেটারীসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণও কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্থগিত হলো বাজুস ফেয়ার
পরবর্তী নিবন্ধএক হাজার ১৯৭ কোটি টাকার তেল-ডাল-চিনি কিনছে সরকার