নিউজ ডেস্ক:
গত কয়েক বছর ধরে বাংলাদেশকে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতায় অনুমতি পায়নি ব্রাজিল।
বুধবার রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোলট্রি মাংস উৎপাদনকারী দেশ। অনেক মুসলিমপ্রধান দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে কিন্তু বাংলাদেশে সেই অনুমতি নেই। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির চেষ্টা করছে ব্রাজিল। গত বছরের এপ্রিলে সাড়ে ৪ মার্কিন ডলারে প্রতি কেজি গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু অনুমতি মেলেনি।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, রপ্তানির জন্য সনদ পেতে অনেক দৌড়ঝাঁপ করা হয়েছিল। প্রথমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে আলোচনা করা হয়। সেখান থেকে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করেন ব্রাজিলের প্রতিনিধিরা। কিন্তু তৎকালীন বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা নানা ধরনের নীতিমালার কথা জানান। শেষ পর্যন্ত তারা অনুমতি দেননি। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, কৃষি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানিসহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে কাজ করতে পারে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর সহ-সভাপতি সাইফুল আলম, মূল বক্তব্য উপস্থাপন করেন বিবিসিসিআইর মহাসচিব জয়নাল আবদিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. বশির আহমেদ, ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেইরা জানুজ্জি প্রমুখ।