১৫০০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে জেনিথ লাইফের গ্রাহক পেলেন ৪৫,০০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:
আজ জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বীমা দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনু্ষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম মোঃ বাবুল মিয়ার মৃত্যুদাবীর চেক নমিনী মোছাঃ ফাহিমা খাতুন এর নিকট হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) এম তাজুল ইসলাম এমবিএ, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপ ব্যবস্থাপনা পরিচালক (উঃ) মোঃ মঞ্জুর রায়হান।

সভার সভাপতিত্ব করেন এএমডি (উঃ) মিসেস নাসরিন আক্তার। সভা প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি