নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংক পিএলসির জন্য ২০২৫ সাল হবে ‘আস্থা আর সেবায় সমৃদ্ধির পথে এগিয়ে চলার বছর’- বলেছেন ব্যাংকটির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
বুধবার (১ জানুয়ারি) খ্রিষ্টীয় নতুন বছর উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শওকত আলী খান গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে ২০২৫ সালে সোনালী ব্যাংকে সর্বোচ্চ সাফল্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কেক কাটেন। এ সময় তিনি সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্য নিশ্চিতকরণে ব্যাংকের সব কর্মর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যাংকের সব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ সর্বস্তরের নির্বাহী ও শাখা প্রধানরা অংশ নেন।