রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুদাবি পরিশোধ করলো জেনিথ লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ (২২ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের নিকট মৃত্যুদিবর এই চেক হস্তান্তর করা হয়।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান উক্ত চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অবসরপ্রাপ্ত) মো. মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মো. তারেক।
বিজ্ঞাপন

জেনিথ ইসলামী লাইফ থেকে গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) মো. ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

উল্লেখ্য যে, তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধসময়মতো দাবি পরিশোধ করায় ব্যবসা বেড়েছে ন্যাশনাল লাইফের: মো. কাজিম উদ্দিন