আগ্রহ হারানোর শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড

নিউজ ডেস্ক:

টানা পতন থেকে বেরিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম কমেছে। গত সপ্তাহে দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে ১০ কোটি টাকা কমে গেছে।

বিনিয়োগকারীদের বড় অংশই এ মিউচুয়াল ফান্ডটির ইউনিট কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ১ টাকা। এতে এক সপ্তাহেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে কমেছে ১০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭ টাকা ৩০ পয়সা।

এমন দরপতন হওয়া মিউচুয়াল ফান্ডটি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগে ২০২৩ সালে আড়াই শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৭ শতাংশ নগদ ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পয়া মিউচুয়াল ফান্ডটির বিনিয়োগকারীরা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মিউচুয়াল ফান্ডটির ইউনিট সংখ্যা ১০ কোটি। এরমধ্যে ২৫ শতাংশ আছে স্পন্সর’র কাছে। বাকি ইউনিটের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ আছে।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল হামি ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক শূন্য ১ শতাংশ। ৭ দশমিক ৮৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এসএস স্টিলের ৭ দশমিক ৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, আলিফ মেনুফ্যাকচারিংয়ের ৭ দশমিক শূন্য ৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৯ শতাংশ দাম কমেছে।

পূর্ববর্তী নিবন্ধরিটার্ন জমা দেওয়ার শেষ সময় রোববার