চট্টগ্রামে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনগত ২২ ফেব্রুয়ারি’ ২৫ শনিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে চট্টগ্রাম বিভাগের এ রিয়া প্রধানগন ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের বর্তমান সংকট উত্তরণের রোড ম্যাপ প্রণয়নসহ লক্ষ্য মাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক – নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে
পরবর্তী নিবন্ধব্লকে ৮ কোটি টাকার লেনদেন