চট্টগ্রাম বন্দরে শতভাগ অনলাইন গেট পাস চালু

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রবেশে শতভাগ অনলাইন গেট পাস (ডিজিটাল গেট ফি) পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে অনলাইনের মাধ্যমে আগে থেকে গেট পাস নেওয়ার সুবিধা পাবেন বন্দরে মালামাল আনা-নেওয়ার জন্য আসা গাড়ি চালকরা। ফলে বন্দর এলাকায় যানজট কমবে এবং সেই সঙ্গে পরিবহন কার্যক্রমের গতি বাড়বে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় অনলাইন গেট পাস প্রকল্প উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সামগ্রিক ব্যয় হ্রাস, দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধিসহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিকল্পিতভাবে অপারেশন পরিচালনার জন্য ‘টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস)’ চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, মোবাইল অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায়, কোন সময় গাড়ি বেশি প্রবেশ করছে। চালকরা তা দেখে যেন যানজট না হয় সেভাবে বন্দরে এসে দ্রুত তাদের কাজ সেরে চলে যেতে পারবেন। এতে বন্দরের পরিবহন বিভাগ আরও গতিশীল হবে। এ সিস্টেম নতুন হওয়ায় চালকদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। এজন্য চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, ‘ডিজিটাল গেট পাস একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটিতে অভ্যস্ত হয়ে গেলে কাজে গতি অনেক বাড়বে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কোন গেটে কতটি গাড়ি প্রবেশ করেছে, তা হিসেব রাখা এখন সহজ হয়ে যাবে। আগে এমন তথ্যগুলো আমাদের কাছে ছিলো না।’

বন্দরের গতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনে গেট পাস ইস্যুর ফলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানজট বহুলাংশে কমে আসবে। বন্দরের এফিশিয়েন্সি বাড়বে। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাবে। কার্গো হ্যান্ডেলিং ফাস্ট হবে। তারপর কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে গতি পাবে। তাই এ সার্ভিস ২৪/৭ (সার্বক্ষণিক) মেইনটেন্যান্সের জন্য একটি টিম কাজ করবে।’

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে দিনে প্রায় আট হাজার গাড়ি প্রবেশ করে। প্রতিটি গাড়িকে গেট পাস সংগ্রহ করে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। আগে এ গেট পাস সংগ্রহের জন্য গাড়ির চালক বা সহকারীকে আগে নির্দিষ্ট অফিসে গিয়ে গেট পাস সংগ্রহ করতে হতো।

এখন ডিজিটাল গেট পাস অ্যাপ চালু হওয়ায় প্রতিটি গাড়ি ফি বাবদ অনলাইনে ৫৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করে বন্দরে প্রবেশ করতে পারবে। এতে প্রতিটি গাড়ির ১৫ থেকে ২০ মিনিট সময় বাঁচবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টিওএস সিস্টেমটি পৃথিবীর সবচেয়ে বেশি পোর্টে ব্যবহৃত একটি সিস্টেম। সিস্টেমটি আমেরিকান প্রতিষ্ঠান নাবিস এলএলসি’র। এ সিস্টেমের টেকনিক্যাল সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে দেশীয় প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেম বাংলোদেশ।

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে ২ কোটি ২৫ লাখ টাকা দাবী পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
পরবর্তী নিবন্ধএডিবির অর্থায়ন বেড়ে হবে ৩৬ বিলিয়ন, পাবে বাংলাদেশও