জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন।

আজ ১৬ ফেব্রুয়ারী রবিবার কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে সহকর্মীরা কেক কেটে তাঁর ৫৬তম জন্মদিন উদাযাপন করে। এসময় সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোস্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান ইভিপি এস এম বাকী বিল্লাহ, হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট শেখ মারুফুল হক, ভাইস প্রেসিডেন্ট মোঃ এমরান, প্রশিক্ষণ বিভাগের ডিভিপি মোঃ নুরুজ্জামান লিটন, চেয়ারম্যান দপ্তরের ডিভিপি মোঃ জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি প্রমুখ।

মোঃ কাজিম উদ্দিনের বাংলাদেশের জীবন বীমা শিল্পে একজন সফল ও খ্যাতিমান ব্যক্তিত্ব এবং দক্ষ সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেলে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্ম জীবন শুরু করেন। একই কোম্পানীর এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে ধারাবাহিকভাবে সফলতার সাথে প্রত্যেক ধাপ অতিক্রম করে ২০২০ সালের ২১জুন সিইও পদে তিনি অধিষ্ঠিত হন। এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে একই কোম্পানীর শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া নির্বাহী হিসেবে তিনি বাংলাদেশে অদ্বিতীয়।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসি’র ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষের উদ্বোধন