ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের নতুন এমডি মামুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক:

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মামুনুর রশিদ মোল্লা। এর আগে তিনি সিভিসি ফাইন্যান্স্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

মো. মামুনুর রশিদ মোল্লা ১৯৯৫ সালে প্রাইম ব্যাংক লি. এর মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পর্যায়ক্রমে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি. এ ডিএমডি হিসাবে কর্মরত ছিলেন।

তিনি ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেক্নোলজি এন্ড সাইন্স (ইউ. আই.টি.এস.), ঢাকা থেকে এম.বি.এ. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.আই.টি.বি. ডিগ্রী অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধআইসিবির নতুন এমডি নিরঞ্জন চন্দ্র
পরবর্তী নিবন্ধসূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা