বাংলাবান্ধা দিয়ে নেপালে ১৩৪৪ টন আলু রপ্তানি

নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত দুই মাসে কয়েক ধাপে বাংলাদেশ থেকে ১৩৪৪ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার কোনো আলু রপ্তানি না হলেও সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশি পাঁচটি ট্রাকে ১০৫ টন আলু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়। বেশ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকে আলুগুলো সংগ্রহ করে ট্রাকে করে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসেন। পরে বন্দরের প্রক্রিয়া শেষে বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের ল্যাবে আলুগুলোর নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

শেষে পাঁচটি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে কয়েক ধাপে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৩৪৪ মেট্রিক টন আলু নেপালে গেছে। আর এসব আলু থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানি করেছে।

উজ্জ্বল হোসেন আরও বলেন, বর্তমান বাজার অবস্থায় বাংলাদেশ থেকে নিয়মিত আলু রপ্তানি করা গেলে যেমন কৃষক উপকৃত হবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

পূর্ববর্তী নিবন্ধব্লকে ৮ কোটি টাকার লেনদেন
পরবর্তী নিবন্ধ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটরের মর্যাদা