সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স ফান্ডের সর্বোচ্চ দরপতন

নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ২০ টাকা ৭০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৪০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনাটার শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৯৯ টাকা ৩০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৩ দশমিক ৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২ দশমিক ৭২ শতাংশ, সালভো কেমিক্যালসের ১২ দশমিক ১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ১১ দশমিক ৮৪ শতাংশ, গোল্ডেন সন লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ১০ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর কমেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বিনিয়োগ না আসার ক্ষেত্রে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাই দায়ী নয়’
পরবর্তী নিবন্ধদেশীয় প্রযুক্তিতে চিলার প্রস্তুত করছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং