আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও করনী নিট কম্পোজিট এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং করনী নিট কম্পোজিট লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফরমান আর চৌধুরী এবং করনী নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কুতুব উদ্দিন আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং করনী নিট কম্পোজিটের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেসবাহুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় করনী নিট কম্পোজিট লিমিটেডের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ও করনী নিট কম্পোজিট লিমিটেডের গ্রæপ সিএফও মোঃ আলমগীর হোসেন সিকদার, জিএম (এ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স) মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, ডিজিএম (এ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স) মোঃ রবিউল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসুইজার‌ল্যান্ড থেকে ১৮০ কোটি টাকায় গম কিনবে সরকার
পরবর্তী নিবন্ধওয়ালটন বিশ্বের বুকে বাংলাদেশের অ্যাম্বাসেডর: আইসিবি চেয়ারম্যান