জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
জনতা ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম এবং মোঃ নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও) ।

রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে রংপুর বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে শিশু ধর্ষণের চেষ্টা, হামলা ভাংচুর, গ্রেফতার
পরবর্তী নিবন্ধঅর্থনীতির উন্নয়নে শেয়ারবাজারকে এগিয়ে নিতে হবে: বিএসইসি চেয়ারম্যান