লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ণ লুব্রিকেন্টস ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ৮০ শতাংশ নগদ এবং বাকি ১০ শতাংশ বোনাস। আলোচ্য অর্থবছরে ইস্টার্ণ ক্যাবলস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধশেয়ার বিক্রয় করবে লাফার্জহোলসিমের কর্পোরেট উদ্যোক্তা
পরবর্তী নিবন্ধটিফিনে দুধ-ডিম-ফল পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা, একনেকে প্রকল্প