চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিনিয়োগ সংলাপ

নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ চলছে।

স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) বেলা পৌনে ১২টায় বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পরদিন ২৭ মার্চ অধ্যাপক ইউনূস বোয়াও ফোরামে বক্তব্য দেন।

‘এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের দলিল সংগ্রহে ৩৭ কোটি বরাদ্দ প্রস্তাব
পরবর্তী নিবন্ধদু’দিনে এলো আড়াই হাজার কোটি টাকার রেমিট্যান্স