
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বুধবার জনতা ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
এ সময় ব্যাংকের পরিচালক ড. মোঃ আব্দুস সবুর ও মোঃ কাওছার আলম,ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ ফয়েজ আলম,মহাব্যবস্থাপক বৃন্দ,অফিসার ও সিবিএ নেতৃবৃন্দ এবং সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জনতা ভবন কর্পোরেট শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাশা পাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়া ২৫ মার্চ কাল রাত্রি ও জাতীয় গণহত্যা দিবস স্মরণে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে বিশেষ মোনাজাতও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।