দরবৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা

নিউজ ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩৭ শতাংশ। আর ৭ দশমিক ২৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, বিচ হ্যাচারি, এইচ আর টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর৪২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস