
নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে (১৬ মার্চ-২০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৪ টাকা ৪০ পয়সা বা ৩০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ শতাংশ। আর ২৩ দশমিক ০৮ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টন্স ইনভেস্টমেন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, একমি ফার্মাসিটিক্যালস।